Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সফল সমবায় সমিতি

সফল সমিতির সাফল্য গাঁথা- ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ

ষোলআনার কথা

ভূমিকাঃ সুন্দরবনের কোলঘেষে খুলনা জেলার দক্ষিণে শিবসা নদীর অববাহিকায় পাইকগাছা উপজেলার প্রাণ কেন্দ্রে সমবায় অঙ্গনে একটি আলোকিত নাম ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। সমিতির প্রতিষ্টার পূর্বে ব্যবসায়ীগণকে ব্যাংক/মহাজনদের নিকট হতে ঋণ গ্রহণ পূর্বক ব্যবসা পরিচালনা করতে হতো। সে ক্ষেত্রে ব্যাংক হতে ঋণ গ্রহণের প্রতিবন্ধকতা, মহাজনদের চড়া সুদ আদায় থেকে প্ররিত্রাণ পাওয়া, ব্যবসায়ীক নিরাপত্তার স্বার্থে ১৯৮৯ এর দশকে পাইকগাছা বাজারের ৯জন ব্যবসায়ীদের প্রচেষ্টায় ব্যবসায়ীদের সংগঠিত করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে পুজি গঠনের মাধ্যমে ব্যবসায়ীক উন্নতি সাধন, ব্যবসায়ীক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে কঠর পরিশ্রম, সততা, একগ্রতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই সমিতি। নিবন্ধন প্রাপ্তির পর দীর্ঘ সময় পাড়ি দিয়ে সমিতির সদস্য বৃন্দ তাদের মেধা, দূরদর্শি চিন্তা, কর্ম নিষ্টার মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়ন, কর্মসংস্থান, সম্পদ সৃষ্টির পাশাপাশি উৎপাদনে, উন্নয়নে, সম্পদের সুসমবন্টনে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ তার নিজস্ব সকিয়তা বজায় রেখে বাংলাদেশের সমবায় অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে বিধায় শ্রেষ্টত্বের বিবেচনায় ব্যবসায়ী ক্যাটাগরিতে ১৯৯৫ সালে এবং ২০২২ সালে শেষ্ঠ সমবায় সমিতি হিসাবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে।

উদ্দেশ্য ও লক্ষ্যঃ সমিতির কার্যকরী এলাকায় বসবাসরত সমাজের বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিবর্গকে সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিক নির্দেশনা দান করা।

  • সদস্যগণকে সমবায়নীতি ও আদর্শের প্রশিক্ষণ প্রদান এবং পারষ্পারিক সহযোগীতার মাধ্যমে সংগঠন ভিত্তিক যৌথ প্রচেষ্টার মাধ্যমে সদস্যগণের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবস্থা করা।
  • সদস্যগণকে মিতব্যয়ীতা ও সঞ্চয় কার্যে উৎসাহ প্রদানের মাধ্যমে সঞ্চয়ী হিসাবে গড়ে তোলা ও সমিতির সদস্যগণের নিকট হতে শেয়ার মূলধন আদায় করে সমিতির মূলধন গঠন করা এবং উক্ত মূলধন যেকোন বৈধ লাভজনক অর্থনৈতিক কর্মকান্ডে বিনিয়োগ করা ও সদস্যগণকে শেয়ার অনুপাতে লভ্যাংশ দেওয়া।
  • সমিতির সদস্যগণকে শিক্ষা, স্বাস্থ, শিশু স্বাস্থ, পুষ্টি, পরিবার পরিকল্পনা, বনায়ন, পরিবেশ সুরক্ষা, সেনিটেশন, মাতৃ মঙ্গল প্রভিতি বিষয়ে সংগঠনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখা।
  • ব্যবসায়ীদের ব্যবসায়ীক নিরাপত্তা নিশ্চিত করা।
  • সদস্যদের উৎপাদনমুখি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

সমিতির তথ্যঃ   জেলার নাম                 ঃ খুলনা।

          উপজেলার নাম                        ঃ পাইকগাছা।

          পৌরসভার নাম                        ঃ পাইকগাছা পৌরসভা।

          সমিতির নাম                          ঃ ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।

          যাত্রা শুরু                                ঃ ১৯৮৯ সাল।

          নিবন্ধন প্রাপ্তি                            ঃ ১৯৯২ সাল।

          নিবন্ধন নং-                             ঃ মূল ৩৮কে, তাং- ০৮/০৮/১৯৯২

          ঠিকানা                                   ঃ পাইকগাছা বাজার, পোষ্ট- পাইকগাছা, খুলনা।

          কর্ম এলাকা                              ঃ সমগ্র পাইকগাছা উপজেলা।

          ব্যবস্থাপনা পরিষদ                    ঃ ১২জন।

          সদস্য সংখ্যা                           ঃ ১৭১৬ জন।

          কর্ম সংস্থান                            ঃ ১৫০০।

          ষ্টাফ                                    ঃ ১৫ জন।

আইন ও নির্বাচনঃ ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সমবায় আইন, বিধিমালা, উপআইন, বিভাগীয় সার্কুলারসহ সংশ্লিষ্ঠ দপ্তরের আদেশ নির্দেশ মান্য করে সমিতি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। অত্র সমিতির নির্বাচন নিবন্ধন প্রাপ্তির পর আইন ও বিধির আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েআসছে।

বর্তমান ব্যবস্থাপনা পরিষদঃ (০৩/০২/২০২২ থেকে ০৩/০২/২০২৫ পর্যন্ত কার্যকর)

ক্রঃ নং  পরিষদ বর্গের নাম         পদবী

১.        জনাব জি, এম শুকুরুজ্জামান        সভাপতি

২.       জনাব সোহেল রাশেদ জনি          সহ-সভাপতি

৩.       জনাব শেখ ফজলুর রহমান          সাধারণ সম্পাদক

৪.       জনাব মোঃ মোশারফ হোসেন      কোষাধ্যক্ষ

৫.       জনাব এস এম হাবিবুর রহমান      সদস্য

৬.       জনাব মোঃ আবুল কালাম আজাদ সদস্য

৭.       জনাব মোঃ সেলিম শাহারিয়া       সদস্য

৮.       জনাব মোঃ হারুন-অর-রশীদ       সদস্য

৯.       জনাব গাজী আশরাফুল ইসলাম    সদস্য

১০.      জনাব মোঃ ইউসুফ আলী সরদার   সদস্য

১১.      জনাব মোঃ রিমন শেখ    সদস্য

১২.      জনাব মোঃ নূরু গাজী      সদস্য

সমবায় আন্দোলনঃ সমবায় আন্দোলনকে বেগবান বা গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা করা, র‌্যালি করা, উপজেলার মধ্যে সমবায়ীদের নিয়ে আন্তঃ সমবায় সম্পর্কের ক্ষেত্রে মত বিনিময় সভা করা। তাছাড়া সমবায় আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সমবায় নেত্রিত্ব বিকাশে যতেষ্ঠ ভূমিকা রেখে চলেছে।

উন্নয়ন কর্মকান্ডঃ ক্ষুদ্র ব্যবসায়ীদের সাবলম্বী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান সহ সকল সহযোগীতা প্রদান করে আসছে। কপতাক্ষ মার্কেটের তৃতীয় তলায় নিজিস্ব অর্থায়নে সুসজ্জিত সমিতির অফিস কক্ষ, সভাকক্ষ, ষ্টোর রুম, গেষ্ট হাউজ সহ পাঞ্জেগানা মসজিদ, সৌচাগার নির্মিত হয়েছে।

সামাজিক সম্পৃক্ততা ও সামাজিক কার্যক্রমঃ সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে কোভিড-১৯ এ স্বাস্থ বিধি মেনে চলার লক্ষ্যে সরকার প্রদত্ত নির্দেশাবলি ব্যপক ভাবে প্রচার করা, বানিজিক মন্ত্রনালয়এর অধিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, অধিদপ্তর কর্তৃক প্রেরিরিত সার্কুলার ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা, সমিতির অর্থায়নে অফিসঘর সংশ্লিষ্ঠ একটি পাঞ্জেগানা মসজিদ ও পাইকগাছা বাজারে একটি মন্দির প্রতিষ্ঠাকরা। উপজেলা প্রশাসন কর্তৃক প্রেরিত ব্যবসায়ীদের বিরোধ/বিবাধগুলি সালিশি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তিকরা। মানব কল্যাণকর কর্মকান্ডে- বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীত বস্ত্র বিতরণ, দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নগদ অর্থ প্রদান, কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা, সমিতির মৃত্যুবরণকারী সদস্যদের ওয়ারিশগণ কে মরণোত্তর সাহায্য প্রদান ও গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

বানিজিক উন্নয়নঃ বানিজিক উন্নয়ন কর্মকান্ডে যে সকল ব্যবসায়ীরা চিংড়ি চাষ, হাস মুরগি, গবাদিপশু পালন সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের আর্থিক সহায়তার মাধ্যমে তাদের বানিজিক উন্নয়ন সাধন করা হয়। তাছাড়া রপ্তানি কার্যক্রমে যে সকল সদস্য বৃন্দ চিংড়ি ও কাকড়া চাষে সম্পৃক্ত তাদের উল্লেখিত পন্য রপ্তানি কার্যে সাহায্য ও সহযোগীতা করা। ষোলআনা রিয়েলস্টেট প্রকল্পের মাধ্যমে জমি কেনা বেচা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাসস্থানের পরিকল্পনা ও বাস্তবায়ন চলমান।

নিজস্ব মূলধনের পরিমান ঃ-               ২,৯০,৫১,৩২৬/=

স্থবর/অস্থাবর সম্পত্তির পরিমান ঃ-         ৫৩,৩৫,৬৩৬/=

শেয়ার আমানতঃ-                             ৬৬,৫১,৫০০/=

সঞ্চয় আমানতঃ-                               ১,৩৫,৮৫,৭১৬/=

সংরক্ষিত তহবিলঃ-                            ২৮,০১,৪৮০/=

কু-ঋণ তহবিলঃ-                                   ১১,৮৬,৩৭৬/=

দাতব্য তহবিলঃ-                                        ৬,৫৪,৪৬৯/=

মসজিদ তহবিলঃ-                             ২,৬৮,৭২৮/=

মন্দির তহবিলঃ-                                  ৮৮,১৪০/=

দূর্ঘটনা তহবিলঃ-                                          ৩,২২,৩০২/=

সমিতির অর্থনৈতিক অবস্থাঃ

প্রশিক্ষণঃ সমবায় দপ্তরের মাধ্যমে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং সদস্যদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সমিতির সদস্যদের কুমিল্লা কোটবাড়িতে, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এ প্রশিক্ষণের জন্য সদস্যদের প্রেরণ করা হয়।

কর্মসংস্থানের লক্ষ্যে গৃহীত পদক্ষেপঃ সমিতির সদস্য বৃন্দ (যারা আগ্রহী) বিভিন্ন ট্রেডে যেমন- মৎস্য চাষ, হাস মুরগি পালন, গবাদী পশু পালন, কম্পিউটার, কৃষি বনায়ন প্রভৃতি উপজেলা সমবায় দপ্তরের মাধ্যমে উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে লাভবান হয়েছে। কর্ম সংস্থা সুযোগ সৃষ্টির ক্ষেত্রে সদস্য বৃন্দ সমিতি থেকে ঋণ গ্রহণ করে চিংড়ি চাষ , কাকড়া চাষ, ( মূদি, চাউল, হোটেল, রেষ্টুরেন্ট, কাপড়, সিট কাপড়, গার্মেন্টস, কাচামাল, পাদুকা,  ফল, মোবাইল ) দোকানি ব্যবসায় কর্মচারি নিয়োগ দান করে ১৫০০ জনের অধিক কর্মচারির কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েছে।

          সমিতির সার্বিক কর্মকান্ডে অত্র এলাকার সমবায়ীরা অনুপ্রানিত বিধায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সমবায়ীদের তীর্থ স্থান বলে খ্যাত।